ইস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ উন্নয়নচিত্রে ধারাবাহিকতা ঠিক রাখতে জনসাধারণের দ্বারপ্রান্তে পুলিশের সেবা পৌছে দিতে ওয়ার্ডব্যাপী চালু করা হয়েছে বিট পুলিশিং কার্যালয়।

0

৪ই ডিসেম্বর রোজ সোমবার
ইস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ উন্নয়নচিত্রে ধারাবাহিকতা ঠিক রাখতে
জনসাধারণের দ্বারপ্রান্তে পুলিশের সেবা পৌছে দিতে ওয়ার্ডব্যাপী চালু করা হয়েছে বিট পুলিশিং কার্যালয়।
এর ফলে সাধারণ মানুষকে এখন থেকে আর থানায় ছুটে যেতে হবে না। নিজ ওয়ার্ডেই পাবে পুলিশের কাছে আইনি সহায়তা। সেই লক্ষ্যে
শ্যামপুর মডেল থানা ডিএমপি বিট পুলিশিং নং -০৩ কার্যালয়ের শুভ উদ্বোধন আয়োজন করা হয় ।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও যৌতুকমুক্ত সমাজ গড়তে এবং সার্বক্ষণিক পুলিশিং
সেবা প্রদান করার জন্য এই পুলিশিং বিট কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবে পুলিশ কর্মকর্তারা।
কার্যালয়ে থাকবে অভিযোগ বাক্স। যে কোন ধরনের অপরাধ ও গোপন তথ্য এবং অভিযোগ লিখে এ বাক্সে ফেলতে পারবে সাধারণ মানুষ।
অভিযোগ ও তথ্য তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।
এসময় প্রধান উদ্বোধক হিসেবে ছিলেন ওয়ারী বিভাগ, ডিএমপি ঢাকা শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম ।

তিনি বিডি লাইভ ২৪ নিউজকে বলেন
পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা
এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে বিট পুলিশিং নং -০৩ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এর ফলে প্রান্তিক পর্যায়ে জনসম্পৃক্তির মাধ্যমে এলাকায়
উত্থিত বা বিরাজমান সমস্যার প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ,
এলাকায় আইন-শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্তে অগ্রিম গোপন সংবাদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি করবে ,
সমাজ থেকে অপরাধ ভীতি দূরীকরণ পূর্বক জনমনে স্বস্তি ও আস্থা স্থাপন করবে ও
জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করার জন্য চেষ্টা করে যাবে। এবং সেখানে
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট শাহানা আক্তার, কাউন্সিলর ৪৭ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন,
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্যামপুর মডেল থানা ডিএনপি পুলিশিং সদস্যবৃন্দরা ও মোঃ ফারুক ৪৭ নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ।

 

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lastet Post