ফিতা কাটা নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস ফারুকী-তিশার বিশেষ দিন আজ মোশাররফ-জুঁইয়ের নাটক দেখে আপ্লুত দর্শক

0
ফিতা কাটা নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস ফারুকী-তিশার বিশেষ দিন আজ মোশাররফ-জুঁইয়ের নাটক দেখে আপ্লুত দর্শক

ফিতা কাটা নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস ফারুকী-তিশার বিশেষ দিন আজ মোশাররফ-জুঁইয়ের নাটক দেখে আপ্লুত দর্শক

ফিতা কাটা নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস ফারুকী-তিশার বিশেষ দিন আজ মোশাররফ-জুঁইয়ের নাটক দেখে আপ্লুত দর্শক

ফিতা কাটা নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস
ফারুকী-তিশার বিশেষ দিন আজ
মোশাররফ-জুঁইয়ের নাটক দেখে আপ্লুত দর্শক

সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টিফোর নিউজে

প্রথমে শিরোনাম

ফিতা কাটা নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস

ফারুকী-তিশার বিশেষ দিন আজ

মোশাররফ-জুঁইয়ের নাটক দেখে আপ্লুত দর্শক

এখন বিস্তারিত
ফিতা কাটা নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার অনেক তারকাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন বিজ্ঞাপন, ফটোশুট, শোরুম উদ্বোধনের কাজ করে। সেই কাতারে আছেন নায়িকা অপু বিশ্বাসও। মাসের প্রায় বেশির ভাগ দিনই এই তারকা ব্যস্ত থাকেন বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে। যার কারণে প্রায়ই কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারেও শোরুম উদ্বোধন নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই নায়িকা। যেখানে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়, ওপেনিংয়ের কাজকে নাকি বাংলাদেশে ‘ফিতা কাটা’ বলে হেয় করা হয়? এর জবাবে অপু বলেন, হ্যাঁ, অনেকে এটা বলেন। তবে আমি এই ‘ফিতা কাটা’র বিনিময়ে ভালো একটা পারিশ্রমিক পাই। এটা আমার কাজ। আর সমালোচকদের ধন্যবাদ জানাব। তারা যত সমালোচনা করবেন, ততোই আমার কাজ দর্শকের কাছে পৌঁছাবে। সমালোচকরা না থাকলে আমার কাজের জায়গাটাই এত বিস্তৃত হত না।
এক প্রশ্নের জবাবে অপু বলেন, ২০০৯ থেকে ২০১৫ অবধি কোনো নায়িকাকে ঢুকতে দিইনি। ১২ মাসে ২৪টা শুটিং করেছি। আমি যখন যেটা করি, সেখানে আমি অন্য কাউকে খুব বেশি কিছু করতে দিই না। এটা আমার যোগ্যতা। ওই সময়ে বাংলাদেশে আর কোনো নায়িকাকে দেখা যায়নি যে, আমার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে। তারপর আমি মা হই। সেই সময় অনেক ওজন বেড়ে যায়। গত দু’বছর ধরে ব্র্যান্ডিংয়ের কাজ, ওপেনিং, ফটোশুট নানা ধরনের কাজ করছি। সেই জায়গায় এখন আর কাউকে ঢুকতে দিচ্ছি না। অনেকে অবশ্য অসাধু উপায়ে আমার সমালোচনা করে। সেসব আমি পাত্তা দিই না।
প্রসঙ্গত, ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু বিশ্বাস। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন। তারপর শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’ ছবির পর শাকিব-অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ ছবিগুলোও ব্যবসা সফল হয়।
এরপর অপু ছুটতে থাকেন রেসের ঘোড়ার মতো। ‘মিয়াবাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য ছবি সুপারহিট ব্যবসা করে। মজার ব্যাপার হলো, অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ ছবির নায়ক শাকিব খান।
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস

ফারুকী-তিশার বিশেষ দিন আজ
মোস্তফা সরয়ার ফারুকী দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমা ও নাটক নির্মাণের সঙ্গে জড়িত। কদিন আগেই এই নির্মাতা নাম লিখিয়েছেন অভিনয়ে। নিজের নির্মিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে অভিনয় করেছেন তিনি।
অটোবায়োগ্রাফিতে আরও অভিনয় করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। (৩০ নভেম্বর) রাত ৮টায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় প্রথমবার অভিনয় করা নিয়ে মিশ্র মনোভাব ফারুকীর। তিনি বলেন, অনেক দিন তো কাজ করছি। কখনো ভাবিনি অভিনয় করব। সেটাও করা হয়ে গেল। ফলে এক ধরনের সংকোচ ভাব তো আছেই। একই সঙ্গে উত্তেজনাও কাজ করছে। নিজেদের জীবন থেকে গল্প বের করার মধ্যে একটা দুর্বলতা আছে। কিন্তু হৃদয় খুঁড়ে বেদনা বের করে আনাই তো শিল্পীর কাজ।
ফারুকী আরও বলেন,নিজের সময়টার সাক্ষী হওয়া ছাড়া আমাদের আর কিই বা করার আছে। আমরা এখানে সেটাই করার চেষ্টা করেছি। বাবা-মা হিসেবে আমরা বিশেষ কেউ নই। সব বাবা-মায়ের গল্পই এক। সন্তানের জন্য সব বাবা-মায়েরই স্পেশাল ত্যাগের গল্প আছে, আনন্দের গল্প আছে, বিব্রতকর গল্প আছে, এই ছবিটা যদি তাদের সেসব অনুভূতির কথা মনে করিয়ে দেয়, তাহলেই আমরা খুশি হবো।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়—এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার জন্য অনেক স্পেশাল।
তিশা আরও বলেন, এই সিনেমা নিয়ে যদি আরও কিছু বলতে হয়, তাহলে আমি ছোট্ট করে বলব, এই সিনেমাটা হচ্ছে সব সন্তানের প্রতি তার মা-বাবার অনুভূতির উপহার।’ চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টটা আমরা যখন ঘোষণা করি, তখন দর্শকের জন্য এটা অনেক বড় প্রতিশ্রুতি ছিল। সেখান থেকেই প্রথম ছবির প্রতি দর্শকের প্রত্যাশা যেমন বেশি—একই সঙ্গে আমাদের আয়োজনও বেশ বড়। এখন সিনেমা মুক্তির পর দর্শক বিবেচনা করবে সব। তবে আমি করি, এই যেসব প্রথমের সম্মিলন হয়েছে এই সিনেমায়, সেটা দর্শকের জন্য চমকপ্রদ হবে।
ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে

মোশাররফ-জুঁইয়ের নাটক দেখে আপ্লুত দর্শক

‘লাভে আছে লসে নাই’ নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই
‘লাভে আছে লসে নাই’ নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই
বাস্তবতা যখন পর্দায় কথা বলে, তখন স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে যান দর।
আমাদের নিউজ গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্য বান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিলিয়া খান।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lastet Post